রণ লিপ্সু উর্দিধারী বিএসএফ
তাক করে আছে সারি সারি রাইফেল
মর্টার আর স্টেনগান


স্তম্ভিত কিশোরী

কিসের এতো আয়োজন,
অপরাধ টুকু জানা নেই
হাতে কোন অস্ত্র নেই
সত্তায় কোন কালিমা নেই।


সীমান্ত মৃত্যুকূপের রজ্জু তে ঝুলন্ত শীর্ণ-বালিকা
ফৌজি ভাষায়
কাঁটাতার চিহ্ন কারী ভয়ংকর এক আসামী
যার শর্ত বিহীন সন্ধি র ব্যাকরণ
সামরিক বিদ্যায় অনুমোদন পায়নি


বুলেট বিদ্ধ অহিংস পাতক
ফিরে যেতে চায়
মায়ের কোলে


মা ইদানীং চোখে কম দেখে
কাঁথা সেলাই’র উপার্জনে
যার জীবিকা চলে
কালো চিকন সুতো
সূচ’র ফুটোতে ঢোকাতে কষ্ট হয়
ছানি পড়া সিকি পাওয়ারের দৃষ্টি দিয়ে ফেলানীকে খোঁজে
এই ছেমরী কই গেলি
জলদি ফিরে আয়
তিন কাল পেরিয়ে পরকালে র প্রহর গুনছি
তুই ছাড়া যে আমি বরাবরের মতোই অচল।