নিবেন স্যার শিউলি মালা
আমরা বড়ই গরীব
মাতা আমার স্বর্গে আছেন
অচল পিতা শরীফ।


ওভার ব্রীজের ছায়া তলে
থাকি জনম ভর
আমার মতো বিস্তর ছুঁড়ী
রাস্তায় বাঁধে ঘর।


বৃষ্টি এলে ব্রীজের নীচে
হাটু জলের প’রে
ড্রেনের স্রোতে ভেসে চলে
আছে যেসব ঘরে।


মাঘ মাসে শীতের সময়
বাঁচা কঠিন হয়
নিশি রাতে বাড়তে থাকে
খারাপ লোকের ভয়।


চোর ডাকাতের পাশা পাশি
হিংস্র পুরুষ যত
গায়ের জোরে পীড়ন করে
শরীর করে ক্ষত।


ছন্নছাড়া জীবন ছেড়ে
কাজের বুয়া হলাম
গৃহকর্তার লোলুপ নজর
বুয়ার কাজে সালাম।


পিচ্চি বেলায় পুলিশ মামার
লাঠি পেতাম ভয়
বড় হয়ে দীক্ষা পেলাম
সম্ভ্রম দিতে হয়।