তোমাকে চমকে দিতে,
হাওরের ভাসান পানিতে তৈরি করবো
একটা জলঘর
বাহারি কোন টাইলস নয়
নি রাগ জলের আঁচলের নীচে থাকবে গৃহতল
তন্দ্রাচ্ছন্ন ঢেউ আছড়ে পড়বে
নূপুর পড়া পায়ের পাতায়
আলতা র নির্যাসের খোশবু তে মোহিত হবে
প্রমোদ কক্ষের চারপাশ
সুনসান জলসাঘর মেতে উঠবে সীমাহীন উন্মাদনায়


কালো মেঘের বিনুনি দিয়ে বানাবো সোপান
আকাশের সীমানা ছুঁয়ে র’বে সিঁড়ির শেষ ধাপ
উদাস হাওয়ায় সাজাবো
হিজল করচের মনোরম আঙ্গিনা
কুমারী বিলের লাল শাপলা খচিত গালিচায়
তোমাকে স্বাগত জানাবে
নিকষিত মাছরাঙা
গোপন সংগম কুঠরি পাহাড়ায় থাকবে
শানিত তরবারি ঠোঁটের এক সাদা বক
প্রণয় লীলায় ভেসে বেড়াবো আমরা দুজন
পূর্ব থেকে পশ্চিম
ঈশান থেকে নৈঋত
যুগ থেকে যুগান্তর।