পৌষ বলে আমি বড়
চৈত বলে আমি যে
অতি শীতে কাঁথা বলে
পাখা সোনা তুমি কে।


কাক বলে আমি বড়
মানে না যে কোকিলে
রং ঢং এক হলেও
জাত যায় কবুলে।


বাঘ বলে আমি বড়
বাধা দেয় কুমিরে
ডাঙ্গাকে জল বলে
নেমে দেখ গভীরে।


শিয়াল বলে আমি বড়
বাগড়া দেয় কুকুরে
মোরগটা হাঁক ছাড়ে
বাড়ির ভেতর ঢুক’রে।


সাপ বলে আমি বড়
যত বলুক নেউলে
যুদ্ধ মামা নেচে বলে
হবে তোরা দেউলে।


সুদ বলে আমি বড়
ঘুষ শুনে হাসে যে
মহাজন রেগে বলে
উপরিটা বাজে যে।