'কাকতাড়ুয়ার আজ জন্মদিন
চোখে সানগ্লাস, ক্লীনশেভ
ঝিনচ্যাক ড্রেস
দারুন সেজেছে ও আজ,
কাকেরা হয়তোবা বলছে (জিও) কাকা..'


নামে কাকতাড়ুয়া;
তবু কাকেরা ভয় পায়না এখনো
সুযোগ পেলেই ঠোক্কর দেয়,
কেন ভয় পাবে !!
ওতো খুব সরল
তাই কাকেরা ভয় পায়না কখনো,


আকাশে ঘুড়ি ওড়ে
মাঠে সাইকেল চলে
পুকুরে মাছ খেলে
কাকতাড়ুয়ার পড়ায় আর মন বসেনা
স্কুল ফেলে একছুট,
বছর দশেই কাকতাড়ুয়া দলছুট...
স্কুলছুট,


এরপর
কাজ করে ক্ষেতে খামারে
কাকেদের ভয় দেখায় হাত পা নেড়ে
কাকতাড়ুয়া সেজে,


এখনো হিসেব বোঝেনা কাকতাড়ুয়া
শুধু বুঝেছে একটা বড় দাও মারতে হবে..
নাহলে সারাজীবন 'কাকতাড়ুয়াই' থাকবে সে;


বিয়ে করতে হবে তাকে
সুখের এক সংসার তারও চাই।


অনেকদিন পর আজ যখন কাকতাড়ুয়ার গ্রামে
দেখি গ্রামটা বেশ বদলে বদলে গেছে;
অনেক পাকা বাড়ি আর কমে যাওয়া ক্ষেত খামার
কাকতাড়ুয়ার বাড়িটাও দোতলা হয়েছে
তবু দেখা পাইনা ওর,


খেয়াল করিনি খুঁজতে খুঁজতে
এভাবে কখন বড় রাস্তায়
পাশে সাজানো ছোট-বড় দোকান
ওখানেও নেই কাকতাড়ুয়া,


এক দোকানের এক (মেল)ম্যানিকিন
আমায় ভীষণ অবাক করে
দৃষ্টিটা খুব সরল
হাসিটাও খুব চেনা লাগে...


মনে করায়
আজ কাকতাড়ুয়ার জন্মদিন,


আমি কী কিছু ভুলে গেছি ?!!



/২-3-১৪/‪#‎ইন্সিগ্নিয়া‬