এক এক সময় যখন সুনীল গঙ্গোপাধ্যায়ের ওই কবিতাটা পড়ি ... সেই লাইনটা `আমি আর কতো বড় হবো নাদের আলি` পড়ে
মনে হয় এই বালকটি সেই বালক যার পাশে সবাই অথচ যার কাছে কেউ নেই, কোথাও নেই, এই বালকই সেই যে এখনও বিস্ময়ের চোখ ও মুগ্ধতার রেশ নিয়ে ঘুরে বেড়ায় সারা পাড়া...বিশ্বজোড়া যে আসনপাতা,
মৃত্যু নিয়ে সন্ধিহীন, জীবন নিয়ে অনুসন্ধিৎসু সেই বালক ক্রমশ মুগ্ধ  হয় তার চারপাশ দেখতে দেখতে.... সকালে উড়ে আসা পাখির ঝাক, বিকেলে মাছেদের গান শুনে যে অস্থির হয়ে পড়ে, চুপ করে দেখতে থাকে একটা ঢিল কী করে পেরিয়ে যাচ্ছে পুকুর, যে জানতে চায় শিশির চুপকথায় কী লিখে যায় ঘাসের ওপর...
তবু সব প্রশ্নের উত্তর সে পায়না যা একমাত্র আছে সময়েরই কাছে,


তাই তাকে বড় হতে হবে, আরো আরো আরো অনেক বড় হতে হবে।