ভাবছি আরো একটা কবিতা লিখবো
কবিতা লিখবো প্রেমের....
যখন, যেখানে শুধু প্রেম-ই থাকবে না
থাকবে বাকি কিছু;
                       যা সব সাধারনত থেকে থাকে
যেমন...
কিছু পুরোনো এক রাস্তা
কাকের কর্কশ ধ্বনি যেখানে;
শেয়াল কুকুরের
চাহিদামাফিক মারামারি
খুবলে খাওয়া......
মাংসের জন্য লড়ালড়ি  ।


রাস্তায় যার
এখন নতুন কিছু গাছ
তারপর আরো কিছু গলি
গলি ভর্তি অনেক জোনাক,
                                   পেরোলেই চোখে পড়ে
কিছু একফসলি, বহুফসলি জমি
আর ইদুরের প্রাত্যহিক উত্‍পাত,
আরো পর সেই বাড়িটা;


     রাতজাগা হলুদ বাড়ি
                    আর
        বাড়ির ভেতর
আরো চেনা স্পন্দনহীন
                                                একটা দেহ..............