মৃত্যুর জন্য আরো একটা রাত
তৃষ্ণা জাগানো
পথ না জানা অশনিসঙ্কেত..
যাদের ঘুম ভেঙেছিলো,
অ্যালার্মঘড়ির নিবিষ্টতায়
ঝরা সময়কে বাঁধন
আবেগের খাচায় বন্দী শরীর
                  শুধু পণ চেয়েছিলো মন ।


রাস্তার মোড়ে এখনো কিছু বিপ্লব
কেষ্টদার ভাঙা চায়ের কাপ
মুহুরির পেচ্ছাপ;
হরির ভেজাল তেলের কারবার
বাবুর্চীর অহংকার
                    দেওয়াল জুড়ে অঙ্গুলিছাপ।
                          
সাময়িক অস্ত্রবিরতি
তারপর আবার হরতাল
পূর্ণিমার চাঁদের সহবাস  
মধ্যরাতীয় গ্রীষ্মকালীন স্বপ্নের দৌড়.......
সাম্যের খটখটানী
                                সাক্ষীহীন এজলাস ॥



একটা মৃত্যুর অপেক্ষায়
                           এখনো কিছু রাত ।