এডিটেড(খোলা ডাইরি থেকে)
-----------------------------


বোকা হবার জন্য একদিনই ভাল, রোজ ভাল্লাগেনা মুরগি হতে হতে..
তবু সবাই চিকেন খায় গোগ্রাসে, তারপর একটা টুথ-পিক এর খোঁজ,
‘দাঁতে কিছু একটা আটকে রয়েছে’,
‘ভালো করে কুলকুচি করতে হবে, নুন হোলে আরো ভালো হয়’,


সময়, সুযোগ পেলেই বোকা বানায়
খাতিরদাড়িতে আশা-ভরসা নিয়ে,
টিভিতে অমাইক ভাবে চিত্কার করছে অ্যান্টি-ড্যান্টরাফ
শ্যাম্পুর অ্যাডটা, বলছে-তিন বারেই সম্পূর্ণ ক্লীন
যদিও ২বারের বেশি ট্রাই.......


পৃথিবীটাকে আগে সত্যি গ্রহ গ্রহ মনে হোতো
এতো গলিগুজি, বাড়ি মানুষে পুরো গোলকধাধা ছিলো
এখন ৩পা হাঁটলেই দেওয়ালগুলো কেমন পিছিয়ে যায়
বাড়িগুলোর ছায়া আজ খুঁজে পাইনা মেলায় রনপাওলাদের আর দেখিনা,


তবু কেউ হারায় বা লুকোয় ইচ্ছে ইচ্ছে বা হয়তো সময়ের সাথে সন্ধিতে,


তা সত্ত্বেও মনে হয় এখনো পৃথিবী গোলই আছে,
কোথাও না কোথাও জানি হয়তো আবার দেখা হবে.........