" প্রিয় শহর আমি দেশান্তরী হবো "



এক সন্ধ্যায় নিকষ অন্ধকারে পেরিয়ে যাবো
তোমার সমস্ত অলি-গলি;
কাঁদবে রাজপথটা আমায় আর না পেয়ে,


চলে যাবো এক আলোকবর্ষ বা তার ও দূর
অনিশ্চিত জগতের কোনও প্রাতঃভ্রমণকারী হয়ে...


প্রেম বিপ্লব আবেগের শহর আর
এটা নয়;


ভিক্টোরিয়া হারিয়ে গেছে কবেই সেই
কতকালের জঞ্জালে
সব প্রেম শেষে.....


সেই পরীও এখনো কাঁদে ঘুমিয়ে
কোনো কবরে,


জলাশয় নেই... খেলে চলে না রাজহাসেরা,


বইপাড়া আজ নিঝুম...
কোনো ব্যস্ত হুড়োহুড়ি নেই
ডিজিটালের নিয়ন্ত্রনী বার্তা হতে
চরিত্র-রা মুক্তি চাইছে ক্রমশ
এসির অকারণ শৈত্যতায়
সূর্য  স্পর্শ করেনি মাটি
আরো আচ্ছন্ন শপিং মলের ছায়ায়,


এখন ভেসে আসেনা কোনো গান
প্রভাতফেরির আহ্বান
আমার এই শহরে,


তাই.....


প্রিয় শহর তোমার সমস্ত স্মৃতি বেঁধে বুকে
ছায়া জমিয়ে শরীরে
হারিয়ে যাব তোমার
স্মৃতি হতে...


দেশান্তরী হয়ে ।