ছিল না শব্দের ঘনঘটা
          বর্ণের রঙিন বর্ণচ্ছটা
                        বিষয়ের নিশ্চুপ চপলতা
                                         তবু ছিল একান্তই কিছু ভাবনা..
          কাল যা চেয়েছিল হতে কবিতা,


নিরুদ্দেশ মন, যা পাড়ি দিয়েছিলো
                               মেঘের বাড়ি;
                                        ফিরে পেল এই পৃথিবী...
                                                  নিশ্চিন্তপুরের দুয়ারখানী,
  অচিনপুরে বৃষ্টি শেষে শূন্য সব রিক্ততা,


একাকী মন তবু এখনো খোঁজে তাকে...


বৃষ্টি শেষে ফোঁটা ফোঁটা বারিধারায়
               ফেলে আসা ক্যালেন্ডারের পাতায়
উই খাওয়া বইয়ের মলাট..
                প্রচ্ছদে-বিবরণে;
                               কিছু মধুরেণ স্মৃতিতে ...
  স্মৃতি শৈশবে; সাগরে,
                   শব্দের সাজানো বাগানে
                                 দৃপ্তির  উদ্ভাসিত আলোকে,


সুখ-দুঃখ, আশা-আশঙ্কা অভিমান জমানো যার
                                  প্রতি পাতায়.....
সেখানেই ঋনী আমি,


কাল..
যা কিছু আমার ছিল..... সেই আমার কবিতা ।