যখন বিষণ্ণতা আসে
অযথা ঘুমঘুমে বাকি পৃথিবী
তোমায় আর না দেখে;
রাতজাগা আকাশ...
লক্ষকোটি তারার মিটমিটে গল্পে
শুধু জেগে আমি,


যখন বিষণ্ণতা আসে
শিশিরের উপকথা শুধু তোমাকে খোঁজে
পাতার পোষাকে জল জমে;
ভূমধ্যসাগর বা তারও দূরবর্তী কোনও দ্বীপে
                                   আরো অচেনা তুমি.....
জলছবি আমার চোখে মুখে
                                  আমার একান্নবর্তী চোখে,


বিষণ্ণতা ছুঁয়ে নিলে
             স্বযত্নে আগলানো
প্রেমিকার জন্য ঐকান্তিক কিছু অনুভব


                              কখনো কবিতা হয়ে যায় ।