চলে যাচ্ছ
আচ্ছা যাও,
হাত ধরার কাউকে পেলে?
ঘড়ি পড়তে ভুলে গেছো !
তাও ভালো,

তোমার অনেক ভাই বোন, দাদা দিদি
সকলকে নেমোত্তন্নো কোরো।

অমুক দোকানে আইসক্রীম খাবে
আচ্ছা খাওয়াবো,
চলে আসছো
তবে এখুনি এসো,

জুতোর হীল ভেঙে গেছে
কী বিপদ !!
চলে যাবে
তবে যাও....

বি-পদের মাঝে
বি-পথগামী না হয়ে
মাঝে মাঝে শরণে রেখো
তবু একটু ভালবেসো ।