মাযের জন্য
________


ফিরে গেছে মেঘ বৃষ্টি জল
এসেছে রোদ
করেছি সূর্যস্নান..


দামাল ছেলেদের দল আজ নেই
ওরা কেউ দাদা বা কেউ আমার ভাই
প্রকৃতি সবুজের মাঝে যে বিশাল মাঠ
ওখানে ঘুমিয়ে আছে ওরা
অনেক রক্ত পর
সব বিপ্লব শেষে
তোমায় বাঁচিয়ে রেখে
বিশ্বের প্রতি দরবারে,


বিবিধের মাঝে একজন সাধারণ হয়ে
এখনো অন্য ভাষায় সই করি
করি আরও নানাবিধ কাজ...
হয়তো বিশ্ব উষ্ণায়নের প্রভাবে,
কিন্তু তোমাকে ভুলিনি, ভুলবনা কখনোই;


শরীরে প্রবাহিত রক্তকণার প্রতি অণুতে..
শিরা উপশিরায়,
আমার মননে তুমি আছো থাকবে সর্বদা
প্রিয়র প্রিয় বাংলার ভাষা হয়ে,


বিপুল রত্নখচিত উপত্যকায়
তোমায় জানা হয়নি এখনো
সম্পুর্ন...
তবু যা জেনেছি তাতেই অভিভূত
পরিপূর্ণ মুগ্ধ আমি
জানছি এখনো,


উচ্চারণে ত্রুটি,
আমার আরও নানাবিধ ভুল
জানি তুমি ক্ষমা করবে নিশ্চই, নিজগুনে....


মা হয়ে ।


/২১-২-২০১৪/