তবু ভয় দেখায় নিয়ন লাইট সাজানো পথ
যেমন তারা ঢাকা মেঘ...
অন্ধকার সরণি ছিল আরো পুরানো
যেমনি মেঘের রাজ্যজয়,


অলি-গলিতে ঘুঘুর বাসা
চাষ-আবাদ সবে শুরু....
ডিম পেড়েছিল পোষ্য গোখরো
ঘুঙুর বাঁধা ছন্দে
আরকিছু প্রজাপ্রতি পরিযায়ী হয়েছিল,


ফণা তুলেছে কেউটে.. পিপড়ের ডিমে;


তাই... এখন ভয় দেখায়-নিয়ন লাইটে সাজানো পথ
'চোখ গেলে দেবো' বলে,
যখন না দেখেই জেনেছি অনেক যা ননসেন্স বা সংজ্ঞাহীন ।


December 18, 2013