১)


ইচ্ছেগুলো বাধা,
ঘাম ঘ্রাণে ও অঘ্রাণে
সময়ের চাকায় পিষ্ট যান্ত্রিকতা;


দেওয়াল ঘড়ি টিক টিক
সময় রাত বারোটা,
রাত না নতুন দিন


কিছু বিবিধ প্রশ্নবান
আর চরম অস্থিরতা,


২)


মাঝসমুদ্রে ভাসমান খয়েরি ডিঙা
ও আকাশে উড়ন্ত সভ্যতার গ্যাস বেলুন;
এক ফুসফুস ফাঁকা হাসিতে,


জনপথে, দেবভূমিতে বসে আছে এক জাতিস্মর..!!
এক মূর্খ ও এক পন্ডিত;
পড়ছে নামতা,


জুতোয় লেগে আছে রক্তের দাগ,
শ্রমশেষে কম্পমান কিছু খালি পা;
আর লেখাপড়া হল না,


৩)


পথের শেষে বর্ণহীন দুই পাথর;
ভালোবাসা ও ঘৃণা পাশাপাশি
এইভাবে..