সিলেবাসে নেই ১ (প্রশ্ন উত্তর)
-------------------------------


Q প্রশ্ন :- "শিং নেই তার নাম সিংহ" কী করে ??


A উত্তর:- খুব সহজ, শিং থাকলে ষাড় হতো...
আর সুযোগ পেলেই সবাইকে গোতাতো ।


Q প্রশ্ন :- "তুমি চশমা পোরো না... চোখ ঢেকে যাবে"
শুনে কী মনে হয়??


A উত্তর:- এখানে বোধহয় রোদচশমা, কিন্তু নিজের ক্ষেত্রে বলতে পারি
পড়তেই হবে চশনা... না হলে স্পষ্ট হবে না সবকিছু; বেশকিছু, দূরের
জিনিস অস্পষ্ট রয়ে যাবে... আসলে মাইনাস পাওয়ার তাই ।


'Q':- তাহলে তো আতেল হলে যে, দাড়ি না কামিয়ে !!


'A' :- না আতেল বা বাতেল এখনো হইনি গায়ে আতেল আতেল সেন্ট মেখে
দাড়ি না কামিয়ে, জেনে কোথায় নিজের হেসেল.....আতেল বোঝেনা
কোথায় তাদের হেসেল ।


'Q' :-এরকম ভাবে বলতে নেই... লোকে শুনে কী বলবে ,


'A' :- কী করব কিছুটা ফুটেজ তো খেতেই হবে...
আর বাকিটা ছড়াতে হবে.... না হলে টিআরপি চড়বে কী করে ,


Q প্রশ্ন :- কোনদিন রেস এ দৌড়েছ??


A উত্তর:- না ওটা দেখেছি টিভিতে, আর জীবনটাই তো রেস,
নতুন করে দৌড়ানোর কী আছে ।


Q প্রশ্ন :- প্রমাণ করতে পারবে ভয়ের আগে জয় আছে ?


A উত্তর:- একদম, কারণ ভয়ের আগে জয় আছে তার পিছে
যে সিংহ আছে,


'Q' :- এটা কী অন্তমিল ?


'A' :- না শুধু নীল, আসলে সন্ধ্যের জালের আড়ালে আটকা সিংহের
ও দরকার হয় কোনও ইদুরের, যতই সে সিংহ সেজে ঘুরুক না কেন ,


Q প্রশ্ন :- ভগবানে বিশ্বাস কর, তাহলে কী বলে প্রার্থনা করবে??


A উত্তর:- ভগবান এখনো অবধি দেখা দেয়নি, আর শয়তান করেনি
কোনও জীবনদান, তাই ওর উত্তর এখনো অজানা ।


'Q':- তোমার কথা শুনলে তো সবাই ধন্য হয়ে যাবে,


'A' :- জানি না কেউ ধন্য হবে কিনা, সবাইকে বোধহয় বাদ দিয়েছি
নিজে ধন্য হয়ে মানুষ হিসাবে ,


Q প্রশ্ন :- বই লিখতে ইচ্ছে করে? লিখলে কী বই লিখবে ??


A (প্রোমোশান সহ)উত্তর:- কিছু কথা বলা যায় না, লেখা যায় না
কখনো, জমে থাকে আত্মকথা হয়ে ...



(Q ও A এর মধ্যে কিছু প্রশ্ন উত্তর ও কথাবার্তা )