Terminology
-----------------


In computing you can term anything as 'trash' which doesn't belong to you now but affected you awfully;
#
Like peppermint glow lots of reason to say 'thank you'; but simply I can't,
As you can count me one of those three idiots, or all-
One who is shy, hide if someone's frown,
Or one like the stammerer who can't speak and roar easily,
Or the someone who doesn't know this world virtually, can't ever be a 'Netizen'
But love you heavenly,
#
Forget to say-
Not all but a trash has its own destiny..


_____________
পরিভাষা
-----------------


কম্পিউটিং পরিভাষায় আপনি সেইসবকে 'ট্র্যাশ' বলতেই পারেন যা এখন আপনার সাথে নেই কিন্তু আপনি অতিশয় প্রভাবিত হয়েছিলেন,
#
মেন্থলের দীপ্তির মতো অসংখ্য কারণেই তোমাকে 'থ্যাংক ইউ' বলাই যায়; পারিনা যা কেবল আমি,
যখন তুমি আমাকে সেই তিন গবেট এর এক বা সব ভাবতেই পারো-
সেই লাজুক একজন, কারুর ভ্রূকুটিতেই যে লুকোতে চায়,
বা স্বাচ্ছন্দ্যে কথা ও গলাবাজি না পারা সেই তোতলার মতন,
অথবা সে, এই জগতের যথার্থতা না জেনে যে কখনোই 'নেটিজেন' হবেনা
কিন্তু তোমায় স্বর্গীয় ভালোবাসে,
#
বলতে ভুলেগেছিলাম-
সব না হলেও একটি ট্র্যাশের কিন্তু নিজস্ব গন্তব্য থাকে..