দাঁড়িয়ে আছি বারান্দায় ,তোমরাও অপেক্ষায়
আসবে সে আজ শরৎ সাদা মেঘ নৌকায়
ওই স্পর্শ, অনুভূতি আজ কাশের দোলায়
চেনা গন্ধ উড়ছে হওয়ায় হওয়ায়।।
অর্ধ নিমিলিত অপলক নয়নে
এ কেমন পরশ দিলে
রহিল মন ওই বাহু বন্ধনে
ভালোবাসার রঙে নিজেকে সপিলে।।


বিলীন করে দাও হে মোরে
ঐ মনের অতল গভীরে
সূর্য হয়ে এসো আজ আমার ভোরে
অন্তরাত্মা নিবেসিত হোক ওই শরীরে।।
কত জীবন্ত স্মৃতি আঙুলের ফাঁকে
পুনর্জীবন পাবার অপেক্ষায়
রেখাবিহীন তারা ,মনের ছবি আঁকে
শুধু দিন গোনে ঐ ভরসায়।।


শরতের ভোরে শীতল শিশিরে
ওই তোরা খানি ধুয়ে দাও তবে
মিলিয়েছি পা,হাত খানি হাতে ধরে
তুমি রবে নীরবে।।
যত দূর চোখ যায়,মন খুঁজিতে চায়
স্বপ্ন সেথায় দিগন্তে মিশে যায়।


বাক রুদ্ধ হই তব মুখপানে
কি লেখা ওই চোখের ভাষায়
হে আগমনী,তুমি আজ দিগন্ত,গগনে
প্রাণের ও পরশ যেনো নব পত্রিকায়।।