তোর সাথে ঘুরতে পারি
এক বুক স্বপ্ন নিয়ে
উড়তে পারি,তোর সাথে
ঘুড়ির মতো ,নীল আকাশে
টুকরো মেঘেদের সঙ্গে নিয়ে।


হ্যাঁ, তাই তোরে ভালোবাসতে পারি
বাসায় ফিরতে চাওয়া পাখির মন নিয়ে।।


ইচ্ছা করে,দিন বদলের গান গাই
বাউল সুরে,আপন প্রাণে
তোর খোঁপায়, বনফুল লাগাই
বেঁচে থাকার প্রতিটি দিনে।


হ্যাঁ, তাই তোরে ভালোবাসতে চাই
আনকোরা সুরে,অচেনা গানে।।


খোলা ছাদে,অঝোর বর্ষণে
দুই হাতে ভরেছি, ধরেছি তাকে
কত কথা তার,গরজে গগনে
টপ টপ ঝরেছে আঁচলের ফাঁকে।


হ্যাঁ, তাই তোরে ভালোবাসি মনে
নদীর স্রোতে,বহমানতার সুখে।।


হারিয়েছি যা নিরাকারে থাক
না আসুক ,পাওয়া না পাওয়ার হিসাবে
স্বপ্ন রা বাঁচার তৃপ্ততা পাক
শ্বাস নিতে দাও ওদের,কাছে থেকো নীরবে।


হ্যাঁ, তাই ও মন এ হৃদয়ে তোলা থাক
আপন ছন্দে,বেঁচে থাকার গৌরবে।।


চিনেছি যাকে, সে তো মিথ্যা নয়
যে টুকু পেয়েছি তাকে,সাজানো আছে স্ব মহিমায়
তবু কিছু জিনিস না বলাই থাক
ভালোবাসা আমার,আজীবন বাঁচার আনন্দ পাক।।