যদি ফিরে আসো নুতন করে
সাদা কাশের বনে উন্মুক্ত চরে,
দুলিয়ে বেণী এই অবেলায়
কাগুজে মন ,তরতরিয়ে ভাসলো ডিঙ্গায়।।


লেগেছে হাওয়া মন ক্যামনের পালে
পূবের আকাশে,যেনো আকাশ প্রদীপ সাজালে
ওই স্পর্শে জলতরঙ্গ উঠছে রাশি রাশি
তোমারও সঙ্গে আবার হলাম প্রবাসী।।


ভিজছে আঁচল আপন মনে
হওয়ার শব্দে,উজান ঢেউ এর গানে,
প্রকৃতি যেনো নব আকরের উল্লাসে
হে নুতন,গোধূলি স্নিগ্ধ হলো তব শুভাসে।।


বাড়ি ফেরা পাখীর কলরবে
মৃদুভাষী,তবু সুস্পষ্ট শান্ত স্বভাবে,
ফিরে পাই তারে,প্রাণবন্ত ওই হাসি,উজাড় করে
এমনই থেকো তবে,বেঁচে থাকার প্রতিটি ভোরে।।


শেষ আলোয় অস্তমিত রবি
আঁকা বাঁকা ঢেউয়ে শুধু তারই জলছবি,
চোখে তারে ধরিব কি উপায়ে
ব্যাথিত হয় মন,এ ভালোলাগার বিদায়ে।।