কি যেনো একটা ভালোলাগা
আমার আসে পাশে ঘুরে বেড়ায়,
কানের পাশে এসে ফিস ফিস করে বলে
হাসছো ক্যানো গো ওমন তাকিয়ে


সূর্য যে এখন পড়ন্ত বেলায়
সন্ধ্যা প্রদীপে ,মুখ যে হলো রাঙা।।


আঁচল লুটিয়ে,ধুনোর গন্ধে
বাড়িময় তার আনাগোনা
প্রতিটি কোন,প্রতিটি দেওয়াল,
পছন্দের মলাট,পুরানো কলম,পড়ে থাকা গিটার,
অপেক্ষারত........
আসবে সে স্নিগ্ধ বসনে
সময় যেনো প্রহর গোনে
দক্ষিনা বাতাস ভরেছে জুঁই এর গন্ধে।।


প্রবেশ দ্বারে শ্বেতশুভ্র জল ছবি
শস্য কোনায় আরতি তব হাতে
লক্ষী পায়ে দেবী রুপি তুমি
ফিরে পাওয়া আর একটা দিন কোজাগরী পূর্ণিমাতে।


আজ তবে পাশে থেকো
রবীন্দ্র গানে ভরে দেব তোমার মন
তোমার আঁচলে বেঁধে রেখো
প্রদীপের আলোয় ভিজবে বসন।।


দুই চোখে শুধু আলো ছায়া
ছোট ছোট সব পছন্দ জীবন্ত সেথায়
হাসি মুখে বসলে যে পাশে
সুধালে ,এতো ক্যানো ভালোবাসো গো আমায়।।