সন্ধ্যা রাতে,একফালি চাঁদে
সঙ্গ তোমার,পরম প্রিও
ডানা মেলেছি আজ নীল আকাশের ছাদে
ও হৃদয়ে আজ ভাসতে দিও।।
ছুঁয়ে দিলে আজ আবছা আলোয়
প্রদীপ শিখার উষ্ণতায়
ও মনে আজ মন মিশিয়ে গেলো
ঐ দুই হাতের স্নিগ্ধতায়।।


আঙ্গুল রাঙানো প্রিয় লাল রঙে
লেগে থাক চোখে,ঠোঁটে,গালে
এসেছি ফিরে আজ তোমারও সঙ্গে
ভুলে যাওয়া গান আবারো শোনালে।।
বাধা মানেনি সময় হেথায়
আপন মনে বয়ে গ্যাছে সে
মূহুর্ত আজ যেন ভরেছে হৃদ্যতায়
চঞ্চল হলো তব পরশে।।


ঝর্ণা ধারার মতো বয়ে গেছো সেথা
সময়ের আনাচে কানাচে
ধরে রেখেছি কানে অনেক ছোটো কথা
প্রথম দেখার রঙিন ছাঁচে।।
বুঝে পাই না কি আছে সেথায়
মন ক্যামনের দোলা চলে
সাজিয়ে রেখেছি চোখের পাতায়
দেখবো ছুঁয়ে মনের ভুলে।।


কথা তার সাজানো দুই ঠোঁটে
প্রাণখোলা ওই হাসিতে নাও তবে লুটে,
বর্ণ নয়,রূপ নয়,নয় চটকদারি
রত্নে বাঁধানো মন,সে যে আমার রিতাভরী।।