পার্ক স্ট্রীট এর রাস্তায় ব্যস্ততার একটা দিন ,
থমকে  দিল আমায়  এক মেঘবালিকা।
হাতে -মুখে -ঠোঁটে  চুম্বন
আর ভালবাসার নরম সুর।
অনেক দিনের জমানো হৃদয়ের
বেদনা ফুটে ওঠে তার ঝলঝলে চোখে।


করুণ  কণ্ঠে,  
তোমাকে খুঁজেছি গ্রীষ্মের প্রখর  রোদে,
কখনো  নদীর ধারে, কখনো  শীতের
হিমবাহের তুষার বৃষ্টিতে।
সে যে হারিয়ে ফেলেছি  তোমাকে,
তোমার ফিরতে ফিরতে তিনটে বছর  
লেগে গেল আমার ভাঙা হৃদয়ে।


একরাশ  ভালবাসা, হৃদয়ের ক্রন্দন
ধুলায় মিশেছে এক গভীর  অরণ্যে।
ভালবাসার অন্ত কোলাহলে
লিপ্সা নদীতে ঝাঁপ দিতে চাই সে।
ভারসাম্য-হীন মেঘ বালিকার ভালবাসা  
ছুঁয়ে যায় আমার মর্মে।


আসন্ন বর্ষার প্রেম প্রণয়ী সে,
আচমকা উড়ে  গেলো ঊন ভোগ পবনে।
মৃগয়া  হয়ে খুঁজে পেলাম পাগলা গরাদে,
ছিনিয়ে  নিতে চাই তাদের কাছ থেকে নিজেকে।


কষ্টের গ্লানি থেকে মুক্ত করে অভয়ারণ্য গমন,
সেখানে ময়ূরের পেখম নাচের তালে তালে সে স্পন্দিত।
পাখিদের সুরে সুরে গান গাইলো।
হিমেল হাওয়ায় গগনে গগনে  
ছড়িয়ে  দিল তার ভালবাসা।
তার পুরানো  ভালবাসা খুঁজে পেলো আমার অন্তরে।
আমি সেই তার কাছে তার হারানো ভালবাসা।