হূল দিবস উপলক্ষে লেখা কবিতা


সংকল্প
ইন্তিখাব আলম
আবার ইতিহাসের পাতায় নতুন অধ্যায় লেখা হবে,
আবার পিছিয়ে পরা সমাজের নায়ক রূপে
বিপ্লবী সিধু,  কানুর জন্ম হবে,
কোন ভাঙা ঘরের অভাগী মায়ের কোলে।


আবার ঝাঁপিয়ে পড়বে স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে,
যেমনটা হয়েছিল,
মহাজন, দাদন ব্যবসায়ীদের শোষণের বিরূদ্ধে,
নিগৃহীত মানুষের সংগ্রাম , ভাগনাডিহির মাঠে,
স্বাধীনতার সংকল্প " সাঁওতাল বিদ্রোহ "।


ব্রিটিশ পুলিশের বলপ্রয়োগ কে তোয়াক্কা না করে,
গণযাত্রায় বেরিয়ে পড়েছিল, অধিকারের লড়াই বুঝে নিতে।
ওরা হার মানে নি,  মৃত্যুর আগে পর্যন্ত লড়ে গেছে, শাসকের বিরুদ্ধে।


আবারো বেরিয়ে পরতে হবে,
অহিংস পথে, শিক্ষা, স্বাস্থ্যের, কর্মের অধিকার বুঝে নিতে,
মিছিল, লং মার্চ হবে রাজপথের  বুকে।
আর নয় সম্প্রদায়ের ভেদাভেদ,
জিজ্ঞাসা নয়, সাঁওতাল,  দলিত, ভিল, উপজাতি,  নিম্নবর্গ, উচ্চবর্গ, না অন্য সম্প্রদায়ের মানুষ।


অসহিষ্ণুতার বিরুদ্ধে রুখে দাঁড়াবার সংকল্প,
সমাজের চোখে পরিচিত দলিত, সাঁওতাল, 
নিম্নবর্গের প্রতি প্রতিনিয়ত শোসনের বিরুদ্ধে,
সংগ্রামে পা মিলাতে হবে ঐক্যবদ্ধ হয়ে।
সহিষ্ণুতা বুকে নিয়ে, সিধু, কানু, ফুলো মুরমু ও ঝানো মুরমু দের মতো বীর, বীরঙ্গনার,
বলিদানের ইতিহাস আবার নতুন করে লেখা হবে, নতুন সংগ্রামীদের হৃদয়ের মাঝখানে।