আমি হেরে গেছি বসন্তের উষ্ণ সমীরণে,
আমি হেরে গেছি নিঃস্বার্থ প্রণয়ের কাছে।
কোন এক বসন্তের প্রভাতে কোকিলের ডাকে,
যে প্রেম প্রণয়ের প্রবৃত্ত হয়েছিল
তা বসন্তের কাছে আজ পরাজিত।
আমি বারে বারে ব্যর্থতায় ফিরেছি বসন্তের
কাছ থেকে, শূন্য প্রকোষ্ঠে নিরালা দুপুরে।
যে মুহূর্তে ভালোবেসে অঙ্কিত করতে চেয়েছি,
বসন্ত কে আমার নিষ্পিষ্ট অন্তরের গভীরে,
সেই মুহূর্তে আমার বিশ্বাস ধ্বংস হয়েছে
বহু বার বসন্তের কাছে, বশীভূত হয়েছে ভালোবাসা।
বসন্ত আমারে বিশ্বাস করে না, আমি পরাজিত,
বসন্ত আর ভালবাসে না, ভালোবাসার প্রদর্শন করে মাত্র।
বসন্ত কে বোঝাতে পারে নি বসন্তের ভালো চাই,
বসন্তের রূপের মাধুর্যে নিজেকে রাঙাতে চাই।
বসন্তের প্রতিটি সৌন্দর্যে পরাজিত হয়ে,
বসন্ত কে আপন করে নিয়ে হাজার টা বসন্ত
এগিয়ে যাব বসন্তের হাত ধরে।