জাস্টিস
ইন্তিখাব আলম
চলো , ও আমার দেশবাসী, ভাই বোনেরা ,
আমরা হিন্দু -মুসলমান খেলা খেলি,
উত্তরপ্রদেশে দলিত মেয়ে, ধর্ষিত হয়ে মারা গেছে।
না ভাই, ও শুধু উত্তরপ্রদেশের মেয়ে না,
আমার দেশেরেই মেয়ে, নাম মণীষা বাল্মিকী।
যদি হিন্দু- মুসলমান খেলা হয়ে গেলে, চলো ভাই,
মেয়েটির জাত খুঁজি।
জাত খোজা হয়ে গেলে চলো রাজনৈতিক রং লাগিয়ে দিই।
রাজনীতির সুবিধা লাভের খেলা খেলি।
মোমবাতির মিছিল নিয়ে দেশের বিভিন্ন রাজপথে,
একবার ঘুরে এসে প্রতিবাদ করি।
ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটারে trend এ ভরিয়ে দিই #justice for Manisha Valmiki.
ততক্ষণে দেশের অন্য প্রান্তে, অন্য মণীষা, না হয় নির্ভয়া, বা, আশিফা ধর্ষণের শিরোনামে চলে আসবে।


এই ভাবে কত বোন ধর্ষিত হবে?
১৯ বছরের মণীষা, আমাদের তৈরি সমাজে,
মেয়েটি নাকি, দলিত সম্প্রদায়ের?
মায়ের সাথে জমিতে ফসল ফলাত।
কিন্তু আর, তার জমির চষা মাটির গন্ধ শুকা হবে না, আর চাষ করা হবে না ।
তাকে নৃশংস ভাবে ধর্ষণ করে ফেলে দিয়েছে,
তারপর মেরে হাড় গুঁড়ো করে দিয়েছে।
উচ্চবর্গের কয়েকজন পিশাচের , মনের আনন্দ যখন মেটে নি,
তখন মুখ থেকে জিব টি বের করে কেটে দিয়েছে।
পনেরো দিন ধরে নিজের সঙ্গে লড়তে, লড়তে মণীষা, হাসপাতালে বেডে হার মেনেছে।


আমরা এইভাবে জাস্টিস, জাস্টিস করে চেঁচাব,
ধর্ম খুঁজবো, ধর্ম দেখে প্রতিবাদী হবো,
প্রয়োজনে রাজনৈতিক স্বার্থে, ধর্ষকের হয়ে, জাতীয় পতাকা নিয়ে রাস্তায় হাঁটব।
কিন্তু ধর্ষিতার জন্য, জাস্টিস আসবে না,
রাজনীতি হবে, খবরের শিরোনাম হবে।
আবার অন্য নামে, দেশের কোনো মেয়ে ধর্ষণ হবে।
প্রয়োজনে আবার কবিতা লিখে আবার প্রতিবাদ করব।।
কিন্তু জাস্টিস আসবে না।।