তারে ভালবাসতে বাসতে কখন যে দুটি  বসন্ত  প্রায় শেষ,  
হঠাৎ থমকে দাঁড়াতে হল, কোথাও যেন  জ্যোৎস্না নেই , চারিদিকে যেন  অন্ধকার ময়, হাতছানি দিচ্ছে ।
এর মধ্যে কত কিছু হারিয়েছি,  আবার পেয়েছি ,
তার লাভ ক্ষতি  অঙ্ক যেন  শূন্য  কোথাও যেন  সবকিছু এলোমেলো  হয়ে যাচ্ছে,  ভুল হয়ে যাচ্ছে  সেদিনের অঙ্ক,
যেদিন  পাখি হয়ে দুজন মিলে ডানা মিলেছিলাম ওই শূন্য  আকাশে।
কতই না স্বপ্ন ছিল এই দুই চোখে,
ডানা মিলতে মিলতে অনেকটা পথ অতিক্রম পর বুঝলাম  আকাশে নেমে এসেছে গাড় অন্ধকার,
তখনও ডানা মিলতে বেশ ভালই লাগছিল,
কেন বা লাগবে না,  তুমি ছিলে পাশে,।
হঠাৎ ভুল ভাঙলো, অনেক ঝড়, বৃষ্টি , বাধা পেরিয়ে ভালবাসা আটকে গেল পাঁচ শো  পাতায়।
চারিদিকে অন্ধকার, তোমার নতুন স্থায়ী বাসা চায়, এবার ছেড়ে দিতে হবে, তোমায় আলো ফিরতে হবে, কিন্তু মন চাই না ছেড়ে দিতে।
পারি না তোমাকে আমার সাথে বেধে রাখতে, তাই এই হতভাগা পাখি চেয়েছিল ভালবাসার শেষ বসন্ত টা শেষ করতে।।।।