যেভাবে কাটাও রাত সেভাবেই রাত কাটিয়েছি।
চর্তুদিকে বাতাসের হিসহিস শব্দ শুনে শুনে
রাত্রির শিয়রে বসে একা একা রাত্রিকে চিনেছি।


দহন বুঝতে গিয়ে পুড়ে গেছি আশ্চর্য আগুনে
বাতাসের বিপরীতে ফিরিয়েছি দুর্বিনীত মুখ
তারপর পথ চলি পাপ আর পুণ্য গুণে গুণে।


ওদিকে একলা সয়ে বিচিত্র দুরারোগ্য অসুখ
সুনসান বারান্দায় কত রাত করে দিলে পার!
এদিকে আরোগ্য পেতে আমিও তো অধীর, উন্মুুখ।


এখন আমার খুব প্রয়োজন উঠোনে ফেরার।
বাতাসে গৃহের ডাক, মাহেন্দ্রক্ষণ দ্রুত ধায়
এখন সময় খুব কাছ থেকে তোমাকে দেখার।


জেনেছো উচ্চল কাল হাতের মুঠোয় রাখা যায়
কেবল জানোনি তার জপমন্ত্র লুকানো কোথায়।