বাইরে উজ্জ্বল দিন, নতুন বছর এলো চলে।
ঘরের জানালা বন্ধ। বিছানার মলিন চাদরে
তরল সোনার মতো রোদ আসে ঘুলঘুলি গলে।


নতুন কিছুই নেই, সবকিছু পুরনো সে ঘরে:
বিছানা, বালিশ, বই-সংসারের নগণ্য সঞ্চয়-
দেখ, সবকিছু থেকে ক্রমশ: বিশুষ্ক ধুলো ঝরে।


সে ঘরে বর্ধন, ক্ষয়, ছোট ছোট জয় পরাজয়
একা একা হয়। দেখ, একা একা বেলা বেড়ে যায়
ধীরে ধীরে ডানা মেলে ঝিমধরা অলস সময়।


দরজা পেরোলে দিন, দরজার এপাশে ঘনায়
রাত্রির অধিক রাত্রি। কালের দোলার এই দোলে
দুলে দুলে ক্লান্ত হয়ে তোমার কি খুব ঘুম পায়?


ওপাশে আলোর বন্যা, সুখ-দু:খ আসে রৌদ্রে জ্বলে
ওপাশে উজ্জ্বল দিন, নতুন বছর এলো চলে।