চোখের দেখার কি কোনো অন্ত আছে?
তাহলে তোমাকে দেখাও যে অন্তহীন।


মনের চাওয়ার কি কোনো অন্ত আছে?
তাহলে তোমাকে চাওয়াও যে অন্তহীন।


ইচ্ছেনদীর প্রবাহের কোনো অন্ত আছে?
তাহলে এই অনুভূতির প্রবাহও যে অন্তহীন।


মায়ের মমতার কি কোনো বিকল্প আছে?
তাহলে তুমিও যে আমার কাছে বিকল্পহীন।


জীবন অমৃত পানির কোনো বিকল্প আছে?
তাহলে এই আবেগ-পাগলামিও যে বিকল্পহীন।


সমুদ্র জলের কি কোনো গণনা হতে পারে?
তাহলে তোমার প্রতি অনুভূতিও যে অগণিত।


তাই প্রকৃতি যেমন অধীর বর্ষার সতেজতা পেতে,
তেমনই আছি তোমার অপেক্ষাতে।