আমি কান পাতলেই তোমাকে শুনতে পাই না,
—এ আমার কানের অসুখ!
শ্রবনেন্দ্রিয়ের সমস্ত কলকব্জা ঠিকই আছে
কিন্তু তোমাকে শোনার মতো যোগ্য হয়ে উঠতে পারেনি!
কানের অযোগ্যতা ক্ষমা করো, আমাকে আরোগ্য দাও!


আমি চোখ খুললেই কেন তোমায় দেখি না!
এ আমার চোখের অসুখ!
অক্ষিকোটরে মার্বেলের বল আছে ঠিকই,
কিন্তু পর্যাপ্ত আলো নেই, আমাকে আলো দাও
প্রজ্বলিত করো অন্ধকার ঘর!
দৃষ্টি সংক্রান্ত সমস্ত রোগ থেকে রক্ষা করো!


আমি হাত পা ছড়িয়ে বসে থাকি—
কিন্তু আমার হাত তোমাকে ছোঁয়ার যোগ্য নয়,
আমার পা তোমার দরজায় পৌঁছাতে অক্ষম
আমার সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ এতো বেশি দুর্বল যে,
কয়েক ঘণ্টা রক্ত সঞ্চালন বন্ধ হলেই পচন ধরে যায়
আমার হাত ও পায়ের অক্ষমতা ক্ষমা করো,
আমার সমস্ত প্রত্যঙ্গের অবাধ্যতাকে মাফ করে দাও!


আমার হৃদয় খুবই দুর্বল
প্রায়ই ভুল প্রেমে ডুবে থাকে,
বন্ধু ভেবে আঁকড়ে থাকে শত্রুকে!
তার ভুল ক্ষমা করো, তাকে প্রশান্ত করো,
তোমার প্রেমের শরাবে হৃদয়ের মালিন্য দূর করে দাও!