পকেটের শেষ কয়েনটি আগামীকালের জন্য সঞ্চিত রাখতে চায় হৃদয়
অথচ আগামীকাল কোন কালেই আসে না;
বেলুনের গ্যাসের মতোন সঞ্চিত সমস্ত ‘আজ’ গতকাল হয়ে যায়
সমস্ত আগামীকাল শৈশবে দেখা চাঁদের মতো
দিগন্ত রেখা বরাবর ঝুলে থাকে


আমি হাঁটি, দৌঁড়াই, বাস-লঞ্চ-ট্রেন ও স্টিমারে চড়ে ধাওয়া করি
কিন্তু আমার আগামীকাল
আলেয়ার মতো অধরা থেকে যায় সবসময়।