চতুর্দিকে বইছে দূর্নীতির কালো থাবা, অশুভ
শক্তির নীল নকশা,নোংরামির কালো ঝড়।
সভ্যতা সংস্কৃতি মানবতা মুখ থুবরে নিথর পাষাণ,
জিম্মি অস্বচ্ছ ভীম-শক্তির হিংস্র রোষানল।


বঞ্চিতের দুঃখ-কষ্ট দীর্ঘশ্বাস, আকাশ বাতাস
কম্পে, হেয়ালি-পাষাণ কু-প্রবৃতির আনন্দ প্রয়াস।
পাঁজর ভাঙ্গা তাজা রক্ত চুষে মিটায় রক্ততৃষ্ণা,
স্ব-অশরীরি প্রেতাত্মা সভ্য প্রকাশিত সাধু সন্ন্যাস।


ভাঙ্গতে হবে বিষদাঁত, রুখতে হবে অশুভ
ভীমরাজের উলঙ্গ ধ্বংসলীলা তীব্র সঞ্চালন।
সুধী সমাজ, সাদা আত্মার নিঃস্বার্থ আত্মত্যাগ,
মানবতার মুক্তি, সংস্কৃতির পুনঃ জাগরণ।


সত্যোর হুংকার নিপীড়নের গর্জন,
আমাবস্যাতিথি ভীত কম্পিত লণ্ডভণ্ড প্রহসন।
রাক্ষস বুকে অংকিত তাজা রক্ত পদচিহ্ন,
মানবতার আর্শীবাদ, প্রতিরোধ  ভূলুণ্ঠিত বিভীষণ।


দাদা গিরি কুমন্ত্রণা জাগ্রত বিশ্ব নেতৃবৃন্দ,
বিশ্ব মহল,  আতংকে কলুষিত নীল রক্ত মহাপ্রাবণ।
ছিন্নভিন্ন নীল নকশা, তাজা রক্তের হামাগুড়ি,
উল্লাস উদ্দীপনা সভ্য সুধীমহল রক্ত শিহরণ।


দুদণ্ড শান্তি কভূ ভাগ্যে জুটেনি, বৃথাই কু-প্রবৃতি
কালো টাকা আহরণ।
রুচিভ্রষ্ট পরসুখ হরণকরী কুলাঙ্গার কুরুচি কারুকার্যে
সমাজ অগ্নিগর্ভ, ভালবাসা মায়াজাল বিসর্জন।


থুথু-ঘৃণায় নিগৃহীত জীবন এদের শুধু শুধু
রক্ত চক্ষুর ভূয়া আস্ফালন।
সত্যের বজ্রশক্তিতে বড়ই অসহায়, নিঃচিহ্ন এদের
দাপট-অস্তিত্ব, কবলিত পাপিষ্ট জীবন বিয়োজন।
জুলাই২৩, ২০২৩