মরিতে আসি নাই কভূ আমি নিগৃহীত
হইয়া এই অনিন্দ্য সুন্দর ভূবনে।
বাঁচিবার তরে লক্ষকোটি স্বপ্ন আমার শুধু
তোমাকে ঘিরে এই বিমোহিত স্নিগ্ধ মননে।

জীবন প্রবাহের স্রোতধারায় সহচারিণী
হইয়া অভিষিক্ত করিবে অন্তর।
বিপর্যয়কর পরিবেশে শঙ্কিত নই আমি,
তোমার স্নিগ্ধ ভালোবাসা করিব বিস্ময়কর।

হৃদয়ের সুষমামণ্ডিত মধ্যমণি তুমি,
আমার প্রতিটি মুহূর্তে অবিচ্ছেদ্য নিঃশ্বাস।
নির্জনে থাকিবে পার্শ্বে, মোহিত করিবে
অন্তর, অনিন্দ্য সুন্দর ভালোবাসার পিয়াস।

জীবন নদীর অববাহিকা দু'কূল প্লাবিত
করিয়া তুলিবে প্রেমের তীর ভাঙ্গা ঢেউ।
আকাশে শুকতারা-নক্ষত্র হইয়া জ্বলিবে
তুমি, দেখিব আমি জানিবে না কেউ।

দেবশিশু হইবে অর্পিত, অনিন্দ্য শান্তির
পরশ করিবে মুখরিত, রচিত হইবে স্বপ্নপুরী।
মানুষ কর্ম ফলশ্রুতিতে হইবে অভিনন্দিত,
কর্দমাক্ত মন নিষ্ফল, অন্যের আশা ছাড়ি।

নন্দিত পৃথিবীর নন্দিত মানুষ আসিয়াছে
নন্দিত পৃথিবীতে হইয়া অলংকৃত।
কর্মফলে উঠিবে উর্ধ্বালোকে, মহিমান্বিত
জীবন তাহার কৃতকর্ম যেন অভিনন্দিত।

অস্পৃশ্য প্রেম অন্তরাত্মা করিবে কলঙ্কিত,
দুর্বিষহ লাঞ্ছনাগঞ্জনা হইবে জীবন ভারাক্রান্ত।
হইবনা কেহ সুখী এই অবনীতরে অন্তরাত্মার
উৎকর্ষতা যদি না হয় সর্বস্তরে মহিমান্বিত।                              

জুন ১৪, ২০২১ খ্রিঃ