আজ সারাটা দিন আঝোরে ঝরছে বৃষ্টি,
তাই দূর আকাশ পানে সকলের দৃষ্টি।
গোয়াল ঘরের গরুগুলো কাটছে জাবর নিশ্চিন্তে,
অলস রাখাল তাই ব্যস্ত হুকো টানতে।
গৃহিণী আজ উদ্বিগ্ন কারন ঘরে নেই চাল,
একটানা বৃষ্টিটে তার খড়ের ঘরের অবস্থাও বেহাল।
কর্তা বাবু আজ সঙ্গীদের সাথে মেতেছেন তাস খেলায়,
বাড়ি ফেরার কোন ইচ্ছেই নেই তার এই বেলায়।
ছোট্ট বাচ্চাকাচ্চা গুলো কাঁদায় খেলছে ফুটবল,
চারপাশের পুকুর-ডোবাগুলো আজ পানিতে টলমল।
রহিম শেখ আজ বেরিয়েছে বড় জাল নিয়ে,
বাড়ি ফিরবে না সে একথলে মাছ না পেয়ে।
শালিক পাখিটা বাসায় বসে আছে নিশ্চুপ ভাবে,
বর্ষাটা একটু থামলেই সে খ্যাদের সন্ধানে যাবে।
কর্দমাক্ত রাস্তায় কদাচিৎ দেখা যায় মানুষের চলাচল,
এই কর্দমাক্ত রাস্তায় সড়াৎ-সড়াৎ খেলে দুষ্টু বালকের দল।
সন্ধ্যার আগেই যেন রাত নেমে আসে এমন বর্ষাস্নাত দিনে,
এমন অরাজকতাময় পরিবেশ শেষের প্রত্যাশায় সকলে দিন গোনে।।