আজ আমাকে আমার মত লিখতে দাও
কারণ আমার মত আমার কলম ও যে আজ স্বাধীন,
যাদের জন্য আমরা পেয়েছি এই অবাধ স্বাধীনতা
জানিনা কেমনে সুধাব তাদের এই ঋণ।
মনে পড়ে ৫২-র সেই রক্তক্ষয়ী দিনের কথা
ভাষার জন্য দিয়েছিল রফিক-শফিক প্রাণ,
আমার লেখার প্রতিটি অক্ষর তাদের স্মৃতি বয়ে বেড়ায়
প্রতিটি অক্ষরে আমি পাই আমি তাদের রক্তের ঘ্রাণ।
তাদের জন্য আমরা পেয়েছি স্বাধীন একটি ভাষা
যে ভাষায় শোনা যায় মা' মা' বলে শিশুর চিৎকার,
৫২-র সেই পিশাচময় হানাদারগুলোকে
আজও আমারা সবাই মিলে জানাই ধিক্কার।
আজ আমি শহীদ মিনারের পাশে আছি দাড়িয়ে
একতোড়া ফুল দিয়ে করব তোমাদের স্মরণ,
তোমাদের সেই রক্তক্ষয়ী দেহ আজ মাটির নিচে
কিন্তু তোমাদের সেই দুঃসাহসিক আত্নার হয়নিকো মরণ।
শুধু আমি নই,লক্ষাধিক মানুষ আজ খালি পায়ে
হাতে ফুলের তোড়া নিয়ে হাঁটছে শহীদ মিনারে দিকে,
শহরের রাজপথ গুলো আজ সাজানো হয়েছে
তোমাদের ওই রক্তে অর্জিত বর্ণ একে...।
আজ শুধু বাঙালী জাতি নয়------------
সমগ্র বিশ্ব আজ স্রদ্ধাভরে স্মরণ করছে তোমাদের,
বাঙালীরা আধিকার আদায়ে করতে পারে আত্মত্যাগ
একথা তারা তোমাদের জন্যই পেয়েছে টের।