মনে পড়ে গেল সেদিনের কথাগুলো
আমরা হটিয়েছিলাম পাক-হানাদারদের,
আজ আবার সময় এসেছে আমাদের
জানি,একাত্তরের মত জিতব মোরা ফের।
সেদিনের যুদ্ধটা ছিল বোমা-বন্দুকের
কিন্তু এখনকার যুদ্ধটা হবে ব্যাট-বলে,
রক্ত দিয়ে জিতেছিলাম মোরা সেদিন
এখন জিতব প্রান দিয়ে ক্রিকেট খেলে।
সেদিন লড়াই করেছিল মতিউর-হামিদুর
এখন লড়বে মাশরাফি-সাকিবরা,,
তাদের অন্তরে জাগ্রত আজ সংগ্রামের সুর
তাদের হৃদয় ১৬-কোটি বাঙালীর প্রেরণায় ভরা।
নিঃস্বার্থ ভাবে লড়বে মুশি-রিয়াদরা
দেশের জন্য শত্রুদের উপর দেবে হানা,
এই যুদ্ধে তারা থাকবে নির্ভীক যোদ্ধার মত
৭১-এর শহীদরা যোগাবে তাদের অনুপ্রেরণা।
জানি শত্রু পক্ষকে পরাস্ত করা কষ্টকর
তাই বলে কী টাইগার রা ছেড়ে দিবে শিকার,
এটা কোনদিন ও সম্ভবপর নয়,কারণ
তাদের উপর সুন্দরবন তথা বাংলাদেশ রক্ষার ভার।