আমি কি সেই দেশের নাগরিক
যে দেশে এখনও আছে মৌলবাদের আস্তানা,
ধর্মকে দোহাই করে ওরা করছে খুনের পর খুন
কুসংস্কারে বিশ্বাস করে ওরা হয়ে উঠেছে মাস্তানা।
ধর্ম সম্পর্কে তোরা কতটুকুই জানিস ওহে পশুর দল
ধর্ম মানে নয় হানাহানি,খুনখারাবি,রক্তারক্তি,
ধর্ম মানে সহানুভূতিশীলতা,ধর্ম মানে প্রেম
ধর্ম মানে পরস্পরকে ভালবাসার ছোট্ট অভিব্যক্তি।
কি দোষ ছিল ওদের,ওরা দেশের মঙ্গল চাইত
দেশকে ভালবাসত,এটাই কি ছিল ওদের অপরাধ,
বিশ্ব দরবারে বাংলাকে যথাযোগ্য আসন দিয়েছে ওরা
ওদের জন্য পেয়েছি আমরা দিপ্তিময় প্রভাত।।
একে একে বিশ্বজীৎ,রাজিব,নিলয় সহ আরো ৬ জন
রফিক,শফিক,জব্বারের মত ওরা বিলিয়ে দিয়েছে প্রাণ,
ওরা মরেও বেচেঁ আছে কোটি বাঙালীর হৃদয়ে
ওদের রক্তেই আমারা পেয়াছি প্রকৃত দেশপ্রেমিকের সুঘ্রাণ।
পিশাচরা এখনও উদগ্রীব,চাই আরো ব্লগারের প্রাণ
দেশ এগিয়ে গেলে তো তাদের জীবনে নামবে খরা,
ধর্ম নিয়ে তারা যে ব্যাবসা খুলে বসেছে
মানুষ সচেতন হলে তা তো যাবে মাঠে মরা।।
লাখো লাখো ব্লগার মারলেও নতুন ব্লগার জন্ম নিবে
বাংলাদেশকে তারা নিয়ে যাবে নতুন উচ্চতায়,
পিশাচদের হাতে মৃত্যুর ভয়ে পিছপা হয়না তারা
কারণ তারা জানে, বিভীষিকাকে পরাজিত করাই প্রকৃত জয়।