ছেঁড়া দড়িটা আজও ঝুলে আছে
চোখের কোণ বেয়ে আশ্রু ঝরছে
কোলাহলহীন-নিস্তব্দ একটা সন্ধ্যা;
প্রেক্ষাপটটা বড়ই বেদনা-বিধুর
মা একরাশ তাকিয়ে থেকে অশ্রু ঝরান।
বকের ঝাঁক তখনো হয়তো ঘরে ফেরে নি
পশ্চিম দিগন্তে রবির প্রস্থান ঘটবে
স্তব্ধ -গাঁ ঘিনিয়ে আসা পরিবেশ।
ছেঁড়া দড়িটা আজও ঝুলে আছে
ক্রেস্ট টা সযত্নে রাখা টেবিলের উপর
চকচকা ভবিষ্যৎ এখন মৃৎ চাপা
আলনায় পুরানো কলেজ ড্রেস ঝুলছে
সাইকেলটাতে মাকড়শা জাল বুনেছে।
তিলে তিলে জমানো ভালবাসার বহিঃপ্রকাশ
সুপ্ত আগ্নেয়গিরির মত হৃদয়ে বিঁধছে
চড়ুই পাখিটা এখন আর বারান্দায় আসেনা
ছেঁড়া দড়িটা আজও ঝুলে আছে।
অপরুপা এখন আর মালা গাঁথে না
শিউলি তলাটা এখন জঞ্জালে ভরা
গোলাপি হৃদয়ে তীরটা ভালোভাবেই বিধেছে
পায়ের নূপুরগুলো এখন আলমারিতে তোলা
বিকেলে পুকুরপাড়টা খাঁ খাঁ করে
কাগজের নৌকাটা পানিতে ডুবে গেছে
কিন্তু,ছেঁড়া দড়িটা আজও সেভাবে ঝুলে আছে।।