তীব্র শীত কিংবা কড়া গরম
গায়ে আমার চাঁদর থাকা চাই,
নাম আমার মফিজ পাগলা
রাস্তা-ঘাটে যা পাই তাই খাই।
সারাদিন এখানে সেখানে ঘোরাঘুরি
আর খাওয়া দাওয়া পরের বাড়ি,
স্যানিটারি ল্যাট্রিন ভাল লাগেনা
তাই বাশঁতলায় আরাম করে ঝাড়ি।
নেশার প্রতি তীব্র আকর্ষণ আমার
বিড়ি দেখলে মাথায় করেনা কাজ,
সাহেব হোক আর মুচিই হোক
বিড়ি চাইতে নাই কোন লাজ।
মসজিদের মিলাদে কেউ না থাকলেও
আমি সর্বদা প্রথম সারির লোক,
আবার পূজার সময় মন্দিরের সামনে
মন দিয়ে পূজা করি উপভোগ।
দাঁতে আমার ঘীলূর প্রলেপ
জন্ম থেকে মাজি না দাঁত,
কাওকে আমি পাই না ভয়
কিন্তু কেরোসিনের কাছে কুপোকাত।
ভোটের মিসিলের সাথে সাথে আমি
মনের অজান্তে চলে যাই দূর পানে,
সারাদিন পরে সন্ধ্যার সময়ে
বড় ভাই আমাকে খুঁজে আনে।
আমার বড় বেশিই ভাল লাগে
ও পাড়ার ঐ বাকপ্রতিবন্ধী মেয়েটাকে,
জানিনা কিভাবে কিভাবে ওকে
স্থান দিয়ে ফেলেছি আমার বুকে।
মাসের পর মাস করিনা গোসল
তাই গাঁ দিয়ে বের হয় সুগন্ধ,
গ্রামের সবাই তাই আমাকে
ভালবেসে নাম দিয়েছে মন্দ।