কতই বাল্য স্মৃতি জাগে আজও মনে,
চুরি করেছি রস খেয়েছি দল বেঁধে,
সেই রস দিয়ে মা পায়েশ দিত রেঁধে।
কিই না করেছি সেই শৈশব ভূবনে।


বর্ষার সময় ধরতাম মাছ বিলে,
সারাটা দিন দাপিয়ে বেড়াতাম খেলে।
কুয়াশাচ্ছান্ন ভোরে জ্বালাতাম আগুন,
ডাকত পিক যখন আসত ফাগুন।
জিহ্বায় আসত জল কাঁচা আম পেলে,
মাকে ফাঁকি দিয়ে যেতাম যাত্রাগানে,
গুলতি দিয়ে শালিক মারতাম বনে।
কাঁচা আমার আঠা লেগে ঘা হত গালে।


শৈশব খুঁজি আমি তাকিয়ে নভো পানে,
সেই দিনগুলো গেঁথে আছে মোর প্রাণে।


ছন্দঃমাত্রাবৃত্ত
মিলবিন্যাসঃ ক খ খ ক গ গ ঘ ঘ গ ক ক গ ক ক