আমি কোথায় গেলে পাব তারে
আমার মনের মানুষ যেরে,
আমার মনের মানুষ যেরে।
আমি সব জাগাতে খুজি তারে,
আমি সব জাগাতে খুজি তারে,
আমার মনের মানুষ যেরে,
আমার মনের মানুষ যেরে।


ঘরে তে ঘরের মানুষ, মনের মানুষ নাই,
আমার মনের মানুষ নাই।
মনেতে মনের মানুষ, ঘরের মানুষ নাই,
আমার ঘরের মানুষ নাই।


আমি কেমনে ঘরকে স্বর্গ বানাই,
আমার ঘরে মনের মানুষ নাই।
আমি কেমনে মনকে সুখি বানাই,
আমার মনে ঘরের মানুষ নাই।


তারিক বলে যদি সুখের স্বর্গে থাকতে চাও,
মনের মানুষ ঘরে নাও
নয়তো ঘরের মনুষ মনে।