আমার স্বপ্ন (গীতী কবিতা)


আমি একাত্তরের আগে আবার জন্ম নিতে চাই,
বাংলাদেশকে নতুন করে স্বাধীন করতে চাই।
আমি কলম ছেরে অস্র ধরে যুদ্ধ করতে চাই,
বাংলাদেশকে নতুন করে মুক্ত করতে চাই। ২


আমি ক্ষুধা মুক্ত বাংলাদেশ গড়ে যেতে চাই,
সবার মুখে অন্ন তুলে দিতে চাই।
আমি দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ে যেতে চাই,
সবার হাতে কাজ তুলে দিতে চাই।


আমি রাজাকার মুক্ত বাংলাদেশ গড়ে যেতে চাই,
সব রাজাকারের বিচার বাংলার মাটিতে চাই।
আমি কলংক মুক্ত বাংলাদেশ গড়ে যেতে চাই,
বাংলার সব কলংক মুছে দিতে চাই।


আমি নিরক্ষর মুক্ত বাংলাদেশ গড়ে যেতে চাই,
সবার ঘরে শিক্ষার আলো জ্বলে যেতে চাই।
আমি কুসংস্কার মুক্ত বাংলাদেশ গড়ে যেতে চাই,
বাংলাদেশকে সংস্কার করতে চাই।


আমি ধর্ষণ মুক্ত বাংলাদেশ গড়ে যেতে চাই,
সব ধর্ষকের বিচার করতে চাই।
আমি যোতুক মুক্ত বাংলাদেশ গড়ে যেতে চাই,
সবার মধ্যে সচেতনতা এনে যেতে চাই।


আমি শিশু দুর্ব্যবহার মুক্ত বাংলাদেশ গড়ে যেতে চাই,
সব শিশুকে সুন্দর ভাবে বাচতে দিতে চাই।
আমি হিংসা মুক্ত বাংলাদেশ গড়ে যেতে চাই,
সবার মধ্যে ভালোবাসা এনে দিতে চাই।


আমি ধন-ধান্যে বাংলাদেশকে ভরে দিতে চাই,
স্বর্নভর বাংলাদেশ গড়ে যেতে চাই।