শীত আসে হেমন্তের ধান কাটার উৎসবের পরে
এ সময় সকল গাছের পাতা যায় যে ঝরে।


শীতের সময় চারিদিক ঢেকে যায় কুয়াশায়
সবাই তখন অপেক্ষায় থাকে খানিক রোধ দেখার আশায়।


শীতকালে নদী নালার পানি নেই বললেই চলে
পিঠা পায়েশের উৎসব তখন লেগে থাকে সবার ঘরে।


ঠান্ডায় দরিদ্র লোকদের হাহাকার দেখা যায়
এ সময় খেজুর গাছে খেজুরের রস পাওয়া যায়।


শীতের সময় আগুন পোহায় দল বেঁধে সকলে
ছোটরা সবাই ব্যাডমিন্টন খেলে যে বিকেলে।


শিশুরা সবাই একসাথে মিলে করে যে পিকনিক
এই সকল উৎসবে মেতে উঠে শীত।