যদি চলতি পথের সঙ্গ ছেড়ে যাত্রাভঙ্গ হয়...
তবে বদ্ধ ঘর অন্ধ করে, শুধু নিঃসঙ্গতাই রয়।।
আঙ্গুলের স্পর্শে যদি স্বপ্নের জাল নাই বা বুনলে,
তবে ছুঁয়ে দেখো কিছু কৃষ্ণচূড়ার মনখারাপের বাগানকে।।
তোমার সাথে আমার দেখা হওয়ার কথা ছিল আরো হাজার কোটি বছর আগে ,,,
আজও আমি বুকপকেটে কিছু আক্ষেপ লুকিয়ে বসে আছি চিরতরের অপেক্ষায়।
স্মৃতির চিরকুটে আজ তোমার ছদ্মনামে লিখেছি হাজার কোটি কবিতা আর সেই কবিতায় খুঁজে চলেছি তোমার নতুন ঠিকানা।।
শুধু মাত্র দীর্ঘ আলিঙ্গন পারে সকল কষ্টের অবসান ঘটাতে ,,,,
হ্যাঁ হ্যাঁ আমি কাঁদতে  চাই ,,, একটি গাছের শিকড়গুলি  যেভাবে মাটিকে আঁকড়ে ধরে থাকে ঠিক সেইভাবে তোমায় আঁকড়ে ধরে জমে থাকা সকল বেদনা ছেড়ে ফেলে দিয়ে কাঁদতে  চাই,,,,,
শুধু ভয় একটাই তুমি জড়িয়ে গিয়ে হারিয়ে যাবে আবারও,,, ,,
আর আমি চির শুন্যতায় বিলিয়ে যাবো আবারও,,,,,,
                 -----------পেসমেকার