চোর


ওহে..., চোর দেখেছো, চোর!
খুঁজে খুঁজে বের করো তার দোর।
ডাকাত গুলো পার পেয়ে  যায় যাতে,
সেই কারণেই ছিঁচকে গুলো পাতে।
হুমম্, গরীব হলেই সন্দেহ হয় মনে
এই রে! সবই বোধ হয় নিল ক্ষণে ক্ষণে !
আমার ভাগটা গেল বোধহয় বেঁটে
হায়!খাব আমি কেমন করে ডেঁটে!
নেংটি গুলোয় মার চাবুকের বাড়ি,
দে ভেঙ্গে দে হাটের মাঝে হাঁড়ি।
তবেই তোরা জিতবি এবার খেলায়
না হলে তো বিকিয়ে যাবি মেলায়!