দগ্ধ


দম বন্ধ করা পৃথিবীতে যন্ত্রণায় মরেছিল সে সত্য।
হিটলারের গ্যাস চেম্বারের শত শত মানুষের আত্মা
হাত তুলে তীব্র আর্তনাদ করে, তা আজও শোনা যায়।
সে আর্তনাদ জার্মান ছাড়িয়ে আজও শোনা যায়,
পৃথিবীর কোনায় কোনায় অলিতে গলিতে
কেউ আমাকে একটু বাতাস দাও, জল দাও।
রোম যখন পুড়ছিল,নিরো তখন ভায়োলিনে
সুর তুলতে তুলতে স্বপ্ন দেখছিল বিদগ্ধতার।
জন্ম যেথায় নগন্যতার সেখানে পোড়ে মায়ের বুক।
যে জল চোখ দিয়ে গড়িয়ে পড়ে তা নিরবে শুষে নেয়
অনুর্বর মাটির বুক,পাথরে পাথরে ঘর্ষণে ক্ষয়ে যায় মন।
ভালো মন্দ সব মিশে যায় পাত কুয়োর জলে।
নিরব আর্তনাদে হাত তুলে হাহাকার করোনা আর
দৃঢ় পদক্ষেপে হেঁটে চলো মহাপ্রস্হানের পথে
সত্য যদি হও কুকুরের বেশে ঈশ্বরও পথ দেখাবে।