গানের তরী


আমার সকল গানের তরী
বাইল সখা ধাইল তোমার প্রেমে,
তোমার গানে সখা তোমার গানে
বাইল আমার সকল প্রেমের তরী।
ধাইল শেষে স্রোতের ধারায় ভেসে
ধাইল বাউল বেশে, নিরুদ্দেশের দেশে;
নাই যে দেখা নাই যে দেখা তোমার
ধাই যে অকুল পাথার শেষে।
গাই যে শেষে তোমারই গান
ভুবন মাঝে তোমার পানে চেয়ে চেয়ে।
তোমার ভাষা হারা ভুবন মাঝে
আমার আশার বেদন বাজে,
আমার ব্যথার গানের কলি
ছড়ায় গগন তলে, তোমার হিয়ার মাঝে।
পাগল হাওয়ায় বেয়ে বেয়ে
ধায় যে আমার গানের কলি
তোমার নিখিল গগন মাঝে
যেথায় আমার গানের বেদন বাজে।।