হিসাব নিকাশ


আকাশটাকে মাঠ ভেবে ভাই অনেক খেলা খেলেছি
মাটির বুকে আকাশ পেতে শতেক তারা গুনেছি।
অঙ্ক খাতার প্রতি পাতায় তারারা সব পোড়ায় লেখা
বাঁচাতে গিয়ে জীবন খাতায় ভস্মেতে জল ঢেলেছি।
জল গুলো সব ছিটকে গেছে,পুড়েছে মুখ পুড়েছে হাত
বিশ্ব জুড়ে আনন্দে তাই তাথৈ নৃত্য জুড়েছি।
জীবন পোড়া অঙ্ক খাতায় অনেক হিসাব লিখেছি
ওরে আমার হিসাব নিকাশ সব গিয়েছে চুল্লিতে
তাই অঙ্ক খাতা ছিঁড়ে ফেলে বিষের খাতা গড়েছি।